
বিদায়ী ২০২০ বছরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) নিট লোকসান হয়েছে ২ হাজার ৩ কোটি ডলার বা ১ হাজার ৬৮০ কোটি ইউরো। করোনাভাইরাস মহামারীর কারণে বৈশ্বিক জ্বালানি চাহিদায় পতনে বড় অংকের লোকসান গুনল যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি জায়ান্টটি। অবশ্য চতুর্থ প্রান্তিকে চাহিদায় কিছুটা উল্লম্ফন দেখা গেছে। খবর এএফপি।
এ ব্যাপারে গতকাল বিপি জানায়, ২০১৯ সালে যেখানে ৪০০ কোটি ডলার নিট মুনাফা করেছিল সেখানে গত বছর বড় অংকের লোকসানে পড়তে হয়েছে। মহামারীর আগেই তেল ও গ্যাসের দামে পতন এবং মহামারীতে চাহিদা কমায় লোকসান গুনেছে বিপিসহ শীর্ষ তেল ও গ্যাস কোম্পানিগুলো। গত বছরটি ছিল জ্বালানি খাতের জন্য বিপর্যয়ের বছর। ৫০০ কোটি ডলারে পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিদ্বন্দ্বী ইনেওসের কাছে বিক্রির ওপর দাঁড়িয়ে চতুর্থ প্রান্তিকে নিট মুনাফা করেছে ১৩৬ কোটি ডলার।
গত বছর কোম্পানিটি জানায়, ২০২১ সাল নাগাদ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিপি, যা তাদের বৈশ্বিক শ্রমশক্তির ১৫ শতাংশ।
সানবিডি/এনজে