এসএমই ফাউন্ডেশনের উদ্যোগ

স্বল্পসুদে ২ হাজার ৮৯ উদ্যোক্তাকে ঋণ প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৫ ১৬:৩৬:৫৫


মহামারি করোনাকালীন পরিস্থিতিতে সরকার কর্তৃক নতুন বরাদ্দ পাওয়া ৩০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে পল্লী অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার উদ্যোগ নেয়া শুরু হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে গ্রুপ উদ্যোক্তাদের ১১৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি ঋণ দেয়া হয়েছে।’ এসএমই ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এই সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়  , এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং গ্রোগ্রামের আওতায় ১০টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৫টি ক্লাস্টার এবং ৬টি ক্লায়েন্টেল গ্রুপের ২০৮৯ উদ্যোক্তাকে এ ঋণ দেয়া হয়। ঋণ পাওয়াদের মধ্যে নারী-উদ্যোক্তা ৫১৭ জন।

এই তালিকার ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং এবং আইডিএলসি ফাইন্যান্সিং।

সানবিডি/এনজে