সিজিবির মিলনমেলায় আকস্মিক উপস্থিত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০২-০৬ ১৩:৩৬:০৫


পরিবেশবাদী সংগঠন “ক্লিন গ্রিন বাংলাদেশ” এর মিলনমেলায় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের আকস্মিক উপস্থিত অতিথিসহ সদস্যদের মাঝে এক অনন্য মাত্রার সঞ্চার করে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁয়ে অবস্থিত পর্যটন ভবনের রুফটপ রেস্টুরেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের সহযোগি অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব এবং পারটেক্স স্টার গ্রুপের জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড জনাব সাঈদুল আজহার সারোয়ার। স্থানীয় একটি অনুষ্ঠান শেষে আয়োজকদের তাৎক্ষণিক নিমন্ত্রণে মন্ত্রী অনুষ্ঠানে এসে সিজিবি ও গরিব ফাউন্ডেশনের মিলনমেলায় একাত্মতা পোষন করেন এবং তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় সিজিবি ও গরিব ফাউন্ডেশনের সাম্প্রতিক কাজের প্রশংসার করেন। এ সময় উপস্থিত প্রধান অতিথি (আইডিআরএ)’র চেয়ারম্যান মন্ত্রীকে অভ্যর্থনা জানান। উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি ২০২১ সিজিবি সিলেট ইউনিটের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন যে, “কেহ ইচ্ছা করলেই রাত বারোটায় ফুটপাতে শুয়ে থাকা মানুষকে শীতবস্ত্র জড়িয়ে দিতে কিংবা স্কুল-কলেজ পরিচ্ছন্ন করে সেখানে ফুল বাগান করে দিতে পরে না, এর জন্য একটি প্ল্যাটফর্ম দরকার। ক্লিন গ্রিন বাংলাদেশ ও গরিব ফাউন্ডেশন অনন্য সাধারণ প্ল্যাটফর্ম। আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে ইচ্ছুক।”

ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন সভাপতিআবু হেনা মোঃ মহসিন এর সভাপতিত্বে
আমন্ত্রীত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক  আবু রায়হান মোঃ মুতাসিম বিল্লাহ, কথা সাহিত্যক কামরুল হুদা পথিক, গরিব ফাউন্ডেশনের সভাপতি  মোঃ কাইয়ুম, সংগঠন দুটির প্রতিষ্ঠাতা  জি এম কিবরিয়া, আল আরাফা ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও  মোঃ সোহেল রানা, এমটিবি সিকিউরিটিজ এর সিইও  মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা সংগঠন দুটি পরিবেশ ও মানব কল্যাণে নিবেদিত হয়ে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। উপহার বিতরণ ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।