অভিমান ভুলে এক ফ্রেমে সৃজিত-জয়া-মিথিলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৬ ১৪:৩৮:১৪


একটি হল রুমের প্রথম সারিতে বসে আছেন সৃজিত মুখার্জি, রাফিয়াথ রশীদ মিথিলা, জাহিদ হাসান ও জয়া আহসান। স্থিরচিত্রে এমন দৃশ্যটি যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

স্বাভাবিকভাবে ভক্তরা প্রশ্ন তুলেছেন হঠাৎ কোথায় মিলিত হলেন তারা? মূল বিষয় হলো—শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কলকাতার নন্দনে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এতে হাজির হয়েছিলেন তারা।

বাংলাদেশের মতো কলকাতায়ও দারুণ জনপ্রিয় জয়া আহসান। ২০১৫ সাল ‘রাজকাহিনী’ সিনেমায় অভিনয় করেন জয়া। এটি নির্মাণ করেন সৃজিত মুখার্জি। এরপর সৃজিতের সঙ্গে নাম জড়ায় জয়া আহসানের।

এবার সকল গুঞ্জন উড়িয়ে কলকাতায় আয়োজিত চলচ্চিত্র উৎসবে একই ফ্রেমে বন্দি হলেন সৃজিত-মিথিলা-জয়া। আপাতত তাদের মাঝে আর কোনো দূরত্ব নেই বলে ধারণা করা হচ্ছে!