শততম টেস্টকে ডাবল সেঞ্চুরিতে রাঙালেন রুট
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-০২-০৬ ১৭:১০:৪৭

ক্যারিয়ারের মর্যাদার শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েই বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছিলেন জো রুট। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে সেঞ্চুরিটা ডাবল সেঞ্চুরিতে রুপান্তরিত করে এবার ইতিহাসই গড়লেন ইংলিশ দলপতি।
বিশ্বের আটজন ব্যাটম্যান রুটের আগে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন।তারা হলেন-কলিন কাউড্রে, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং (২ ইনিংসেই), গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












