
ব্যাংকার্স অব বাংলাদেশের (বিসিবিএল) স্থানান্তরিত নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার উত্তরায় ক্লাবের ৪ তলা ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসাসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ শাহ।
এ সময় আলী রেজা ইফতেখার বলেন, কিছু কিছু ব্যক্তির অসৎ কার্যক্রমের জন্য ব্যাংকারদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এটা এক্সসেপশনাল। তবে আমাদের প্রফেশনাল হতে হবে। নিজেকে ব্রান্ডিং করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আমরা কাজ করছি না। সার্কভুক্ত কোনো দেশে এ ধরনের সংগঠন থাকলে সেটার সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দেন তিনি। এছাড়া ক্লাবের সদস্যদের জন্য ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে একটি লাইব্রেরি করে দেওয়ার ঘোষনা দেন তিনি।
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের সভাপতি আবু জাফর শামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মােহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ আকতার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফকির ও ব্র্যান্ড এন্ড মিডিয়া সেক্রেটারি তারেক উদ্দিন প্রমুখ।
সানবিডি/এনজে