
মিলেনিয়াল প্রজন্মের হাত ধরে ধীরে ধীরে মূল্যবান ধাতু হীরা বিক্রি বাড়ছে ভারতে।এমন দাবি করছে দেশটির রিটেইলাররা। মহামারি করোনা সংক্রমণ হ্রাস এবং দেশটিতে ভ্যাকসিন সরবরাহ চাঙ্গায় গ্রাহকরা ঘর ছেড়ে বেরিয়ে আসছেন এবং বিলাসবহুল পণ্য কেনাকাটা করছেন। খবর ইকোনমিক টাইমস।
এ ব্যাপারে রিটেইল প্রতিষ্ঠান ডি বিয়ার্স বলছে, গত জানুয়ারিতে তাদের হীরা বিক্রি পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং এনএসি জুয়েলার্সের মতো গহনা প্রতিষ্ঠানগুলো তাদের হীরা বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে। ফেব্রুয়ারিতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে তারা।
ডি বিয়ার্স ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সচীন জৈন বলেন, চলতি বছরের জানুয়ারিতে হীরার ভালো চাহিদা দেখা গেছে। অর্থনীতি ধীরে ধীরে চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চাঙ্গা পুনরুদ্ধারের আশা করছি।
সানবিডি/এনজে