অনেকেরই পছন্দের খাদ্য তালিকায় রয়েছে হাঁসের মাংস । আজ চলুন জেনে নিই কীভাবে তৈরি করতে হয় লেবু-নারকেলে হাঁসের মাংসের রেসিপি-
উপকরণ:
প্রণালি:
প্রথমে হাঁস টুকরা করে ধুয়ে নিতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভাজার পর হাঁসের মাংস ভেজে নিতে হবে। তারপর আদা-রসুনবাটা, হলুদ-মরিচের গুঁড়া, লবণ, দারুচিনি, এলাচ ও নারকেলের ফালি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে নারকেলের দুধ দিয়ে ঢেকে দিতে হবে ৫ মিনিট। মাংস সিদ্ধ হলে লেবুর রস, লেবুর খোসা, কাঁচা মরিচ, চিনি এবং সবশেষে গরম মসলার গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু লেবু-নারকেলের হাঁস।
সানবিডি/ঢাকা/এসএস