
বিদায়ী ২০২০ সালে ভারতের চা উৎপাদন পূর্ববর্তী বছরের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ কমেছে। দেশটিতে ভারি বন্যা ও করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে নেয়া বিভিন্ন বিধিনিষেধের কারণে চা উৎপাদনে এ প্রভাব পড়েছে। এতে চায়ের দাম রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। খবর ইকোনমিক টাইমস।
ক্রমবর্ধমান উৎপাদন খরচ বৃদ্ধি এবং দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশগুলো থেকে আমদানি কমায় চায়ের দাম বাড়ানোর ব্যাপারে সমর্থন দিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত টি বোর্ড। গত বছর ভারতে ১২৫ কোটি ৫৬ লাখ কেজি চা উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ কম। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় চা বাগানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির চা উৎপাদনে প্রভাব পড়েছে।
সানবিডি/এনজে