যে প্রত্যাশায় অনুশীলনে টাইগাররা
আপডেট: ২০১৬-০১-০৩ ১৯:০৬:১০

২০১৫ সাল স্বপ্নের মত কেটেছে বাংলাদেশের ক্রিকেটারদের। ওডিআইতে একের পর এক সাফল্য পেয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
কিন্তু ২০১৬ সালে বাংলাদেশের মিশন ভিন্ন। এই বছর টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টি। সামনে রয়েছে এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অবশ্য জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তাই টি-টোয়েন্টি মিশন সামনে রেখে রবিবার অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি। তবে, দ্রুতই ফিরে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












