
রাওলপিন্ডিতে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২৪৩ রান। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে টাইগার বোলারদের নাকাল করে যেভাবে অসাধ্য সাধন করেছিল ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের ব্যাটিং দেখে সেই কথাই মনে হচ্ছিল ক্রিকেট সমর্থকদের।
এমনকি পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখেও এক সময় মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে সফরকারিরা। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান। মাত্র ৩৩ রানে প্রোটিয়াদের শেষ ৭ উইকেট তুলে নিল তারা।
৩৭০ রান তাড়া করতে নেমে ৩ উইকেটেই ২৪১ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে হাসান আলির তোপে ২৭৪ রানেই গুটিয়ে গেছে কুইন্টন ডি ককের দল। পাকিস্তান পেয়েছে ৯৫ রানের জয়। সেইসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের লজ্জাও দিয়েছেন বাবর আজমরা।
সানবিডি/এনজে