
দিনাজপুরের হিলি স্থলবন্দরে সরবরাহ কমায় কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।ব্যবসায়ীরা জানিয়েছেন নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই । অন্যদিকে লাভ না থাকায় এতদিন হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও দেশের বাজারে দাম বাড়ায় এখন পণ্যটি আমদানির চিন্তা করছেন বন্দরের আমদানিকারকরা।
এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এরপর পেঁয়াজের উৎপাদন বাড়ায় ভারত সরকার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এর প্রায় সাড়ে তিন মাস পর গত ২ জানুয়ারি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলেও পরিমাণ বেশ কম ছিল। এর ওপর সম্প্রতি সরকার পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করায় ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলেন। ফলে দুই সপ্তাহ ধরে বন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।
সানবিডি/এনজে