রোনালদোকে পেছনে ফেলে দশক সেরা হলেন মেসি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৯ ১৫:২২:১৭

বিশ্ব ফুটবলে রেকর্ড বই চির প্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর দ্বৈরথ যেন শেষ হওয়ার নয়। ব্যাক্তিগত ক্যারিয়ার শেষ হতে হতেই এই দুজন যেন ফুটবলের সব রেকর্ড নিজেদের করে নেওয়ার পণ করেছেন। ব্যালন ডি’অরের হিসাবেই যেমন মেসি সবার আগে। এবার ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানবিষয়ক আন্তর্জাতিক ফেডারেশনের জরিপে রোনালদোকে টেক্কা দিয়েছেন মেসি।
এই সংস্থার জরিপে দেখা গেছে গত ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় বার্সেলোনা ও আর্জেন্টিনার লিওনেল মেসি। সংস্থাটি ১০ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে শীর্ষস্থান দুটিতে মেসি–রোনালদো ছাড়াও আছেন নেইমার, রামোস, নয়্যার, লেফানডফস্কি, মদরিচ, বুফন, ইব্রাহিমোভিচ ও ইনিয়েস্তার মতো তারকারা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












