পাকিস্তানকে প্রযুক্তিসম্পন্ন একাধিক সাবমেরিন দিচ্ছে চীন!!
প্রকাশ: ২০১৬-০১-০৩ ১৯:৪৬:৪৭
নিজেদের অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করছে পাকিস্তান। পাকিস্তানের কাছে আরও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আটটি ডুবোজাহাজ বিক্রি করছে চিন। যার মধ্যে চারটি করাচিতে তৈরি করা হবে।
সম্প্রতি এই সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বেইজিং এবং ইসলামাবাদের মধ্যে। পাকিস্তান প্রতিরক্ষা দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, চিন এবং পাকিস্তানে একযোগে এই সব সাবমেরিন নির্মাণের কাজ শুরু করবে। একই সঙ্গে চিন ডুবোজাহাজ নির্মাণ প্রযুক্তি পাকিস্তানের কাছে হস্তান্তর করবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
যদিও চিনের কাছ থেকে কী ধরণের ডুবোজাহাজ কেনা হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ইউয়ান শ্রেণির টাইপ-০৪১ ডুবোজাহাজ কেনা হবে যা ডিজেল ও বিদ্যুতের সাহায্যে চলে। এ আট ডুবোজাহাজ কেনার মধ্যদিয়ে পাকিস্তান নৌবাহিনীর বর্তমান সক্ষমতা আরও বাড়বে। যদিও এর আগে ফ্রান্স এবং জার্মানি থেকে ডুবোজাহাজ কেনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান।
সানবিডি/ঢাকা/রাআ