ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৯ ১৬:৫৯:৪৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান ও মো. মোশাররফ হোসাইন।
ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মো. ইদ্রিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা সাউথ জোনের অধীন শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













