
চলতি ২০২১ বছরের ১ এপ্রিল হতে শুরু হতে যাওয়া ভারতের নতুন অর্থবছরের জন্য ৩ ট্রিলিয়ন রুপি বা ৪১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড কেনার পরিকল্পনা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর উদ্দেশ্য হলো, ইল্ড রেটটা ৬ শতাংশের মধ্যে রাখা। কেন্দ্রীয় ব্যাংকের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর ব্লুমবার্গ।
চলতি বছরে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)এখন পর্যন্ত ২ দশমিক ৫ ট্রিলিয়ন রুপির বন্ড কিনেছে। মার্চের শেষ নাগাদ এটি ৩ ট্রিলিয়নে উন্নীত হতে পারে, কেননা কর্তৃপক্ষ ১০ বছরের মধ্যবর্তী সময়ে বন্ড ইল্ড ও রেপো রেটের বিস্তার ২০০ বেসিস পয়েন্ট থেকে কমিয়ে ১৫০ বেসিস পয়েন্টে সংকুচিত রাখতে চায়।
সানবিডি/এনজে