ভারতে ১০ শতাংশ কমতে পারে ইস্পাতের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১০ ১৪:০৯:১৪

২০২১-২২ অর্থবছরের ঘোষিত বাজেটে ইস্পাত আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দেয়া হয়েছে।সরকারের এ প্রস্তাবে ভারতের অভ্যন্তরীণ বাজারে আমদানীকৃত ইস্পাত আরো বেশি প্রতিযোগিতামূলক হবে। ফলে দেশটির বাজারে ব্যবহারিক ধাতুটির দাম ১০ শতাংশের মতো কমে আসতে পারে বলে মনে করছে দেশটির বিনিয়োগ তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ও রেটিং এজেন্সি আইসিআরএ। খবর আইএএনএ।
আমদানীকৃত ইস্পাতের ওপর শুল্ক পরিবর্তনের এ প্রস্তাবের প্রভাব সম্পর্কে আইসিআরএ তাদের প্রতিবেদনে বলছে, বাজেটে সরকারের বিভিন্ন ইতিবাচক ঘোষণায় সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ বাজারে ইস্পাতের চাহিদা আরো বাড়বে। এছাড়া কোনো কারণে আন্তর্জাতিক বাজারে যদি বর্তমান দামে বড় পরিবর্তন না হয়, তাহলে অভ্যন্তরীণ বাজারে ইস্পাতের দাম স্বাভাবিক পর্যায়ে থাকবে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













