প্রমিজ, আর যেমন তেমন শট দিতে পারবো না: পরিমনি

আপডেট: ২০১৬-০১-০৪ ১৮:১৬:৫৮


mohua-sundori-2015-bangla-movie-teaser-by-pori-moniনতুন বছর, সকাল সকাল ঘুম থেকে উঠেই ভক্তদের মনে রাখলেন পরিমনি। সবাইকে জানালেন নতুন বছরের শুভেচ্ছা। তারপর হাসতে হাসতেই বলে ফেললেন তার চলচ্চিত্রের ক্যরিয়ার নিয়ে বেশ কিছু সিরিয়াস সিরিয়াস কথা। তুলে ধরলেন অতীতের কিছু ভূল আর সাথে দিয়ে গেলেন সামনের দিনগুলোতে শুধরে গিয়ে ভক্তদের নতুন এবং ভালো কিছু উপহার দেয়ার প্রতিশ্রুতি।

নিজস্ব ফেসবুক পেইজে আজ প্রায় ৬ মিনিটের এক অডিও ক্লিপে তিনি তার ক্যরিয়ারের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ব্যপারে তার ভাষায় অনেক ‘পকরপকর’ করেছেন।

শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা আর তার ভালো থাকার কথা জানিয়ে, নতুন বছরের প্রথম সিনেমা ওয়াকিল আহমেদের পরিচালনায় ‘কত স্বপ্ন কত আশা’-তে শুটিংয়ের জন্য ভক্তদের কাছে আশীর্বাদ চেয়েছেন পরিমনি।

ভক্তদের এই ভালোবাসার প্রতি অশেষ কৃতজ্ঞ নায়িকা। সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই নিজেকে চলচ্চিত্র জগতে খুব ছোট একজন মানুষ দাবী করে ভক্তদের উদ্দেশ্যে পরিমনি বলেন, ‘এই জগতে আমার পথচলার শুরু মাত্র। খুবই অল্প সময় কাজ করেছি নায়িকা হিসেবে। অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝিনা। ছোটখাটো একজন মানুষ, ছোট মানুষ বলতে কাজের ব্যপারে, ইন্ডাস্ট্রিতে, অনেক ছোট। কেবল হাটা শুরু করলাম।”

নায়িকার হিসেবে ভক্তদের চাহিদার সাথে নিজের দূরুত্বের কথা অকপটে স্বীকার করে বলেন “আসলে ছোট দেখে অনেক কিছুই বুঝি না, তোমরা আমাকে কীভাবে দেখতে চাও, অডিয়েন্স কীভাবে দেখতে চায়, এতদিন সত্যি আমি জানতাম না।”

চলচ্চিত্রের এই জগতে নিজেকে অনেকটা নতুন পাশাপাশি অনভিজ্ঞ মনে করেন এই নায়িকা। এক লাইনেই স্বীকার করে বলেন “ আমি জানতাম না, বুঝতাম না, বিগ স্ক্রীন কী, হল কী, সিনেমা হল কী, সিনেমা হলের অডিয়েন্স কেমন, এসব ব্যপারে আসলে আমার কোন ধাণাই ছিলো না।”

শুরুর দিকে মিডিয়ায় সবচেয়ে সফট কর্নারে না বুঝেই কাজ করেছেন পরিমনি। পরিচালকদের আবদারে সিনেমার স্বার্থেই হোক, পরিচালকের মনের বাসনা পূরণের জন্যই হোক, ক্যরিয়ারের শুরুর দিকে মোটামোটি খোলামেলাভাবেই রগরগে দৃশ্যের অবতারণা ঘটিয়ে রাতারাতি দর্শকমহলে আলোচিত হয়ে উঠেন এই নায়িকা। নিজেকে হালকা করতেই সেইসব দিনগুলো মনে করে দর্শকদের উদ্দেশ্যে বলেন- “আসলে ক্যমেরার ব্যপারে আমার কোন ধারণাই ছিলো না, আমি জাস্ট আসলাম, ইন্ডস্ট্রিতে ইন করলাম, এত এত কাজ হাতে নিলাম, একটার পর একটা কাজ করে যাচ্ছি। সত্যি আমার ধারণা ছিলো না কোন শটটা দেয়া উচিত, কোন শটটা দেয়া উচিত ছিলো না, কোন ড্রেসটা পরা উচিত ছিলো, কোন ড্রেসটা পড়া উচিত ছিলো না।”

ক্যরিয়ারের শুরুর দিকে অনেক নায়িকাই চলে যায় ভূল রাস্তায়। মিডিয়ার জমজমাট অফার আর নিজের অবস্থান না বুঝেই নিয়ে ফেলে মহামাড়ি সিদ্ধান্ত। পরিমনিও এই অবস্থা থেকে রেহাই পাননি। অন্যের হাতে এভাবে ব্যবহৃত হতে হয়েছে ভেবে প্রায়ই বুঝি আঁতকে উঠেন পরিমনি। আক্ষেপ করেই মনের দুঃখ প্রকাশ করতে গিয়ে বলেন “এটা সত্যি যে, আমাকে অনেক মিসগাইড করা হয়েছে শুরু থেকে, সেটা আমি না বুঝেই করেছি, ছোট মানুষ, অনেক কিছুই বুঝি না, না বুঝেই করে ফেলেছি।”

গুণসম্পন্ন আর মার্জিত চলচ্চিত্র এখনও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। আর এই বোধ থেকেই হয়তো রগরগে অভিনয় ছেড়ে মানসম্পন্ন অভিনয়ের দিকে নজর দিচ্ছেন তিনি। তাই এব্যপারে গত বছরের জমকালো ক্যরীয়ারকে প্রমাণ রেখে স্পষ্টভাবে তিনি জানান যে “এখন কিন্তু বুঝি কারণ, ২০১৫ সালে আমার সবচেয়ে বেশি ছবি রিলীজ হয়েছে ছ’টা, তো ছ’টার মধ্যে প্রত্যেকটা ছবিই কিন্তু আলাদা আলাদা ধরনের, একেকটা একেক টাইপের। ছবিগুলোতে তোমরা দেখেছো আমি প্রতিটি ছবিতেই একদম ভিন্ন ভিন্ন লুক নিয়ে এসেছি তোমাদের সামনে।”

ক্যরীয়ারের এই অল্প সময়েই অভাবনীয় এক পরিবর্তন চলে এসেছে পরিমনির ভিতরে। অনেকটা পুরোদস্তুর আর্টিস্টের মতোই তিনি দর্শক চাহিদার কথাও ভাবেন সর্বদা। যেনো দর্শকদের মনের মতো সিনেমা উপহার দিতে পারেন, এই তার একমাত্র বাসনা। পরিমনি বলেন “আমি আসলে ও জিনিসগুলোর জন্য ওয়েইট করছিলাম যে, দর্শক কী চায়, দর্শকের মতামতটা আমার জানা উচিত, দর্শক আমাকে কীভাবে দেখতে চায়।”

পরিমনির কথা শুনে এই কথা বলাই যায় এতগুলো সিনেমা করেছেন শুধুমাত্র দর্শকদের চাহিদা বুঝার প্রযোজনে। সিনেমাগুলোকে এক কথায় ইনভেস্ট করেছেন পরিমনি। ভাষ্যমতে এই সূক্ষ্ম বুদ্ধি কাজে লাগিয়েছেন আলোচিত এই নায়িকা। নিজেই এক পরম তৃপ্তির কণ্ঠে বল্লেন “এখন আমি ডিসিশান নিতে চাচ্ছি, অলরেডি নিয়েছিও যে আমি তোমাদের সামনে কীভাবে হাজির হবো আর তোমরা আমাকে কীভাবে দেখতে চাও? ”

পরিমনি অভিনিত অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে । ক্যামেরার সামনে এখন অনেকটাই দক্ষ এক মুখ পরিমনি, এ কথা আপনাকে মেনে নিতেই হবে। আগের সেই নোংরা অভিজ্ঞতাগুলো ভুলে কাজটাকেই এখন অনেক গুরুত্ব দেন, ঠিক তেমনি ভাবে সতর্ক থাকেন ক্যমেরার ব্যপারেও। নিজেকে যেন আর ব্যবহৃত হতে দিবেন না অতীতের মতো।  পরিপক্ক একজন অভিনয় শিল্পীর মতো অতীতের সব উচ্ছৃঙ্খল কাজের জন্য দুঃখ প্রকাশ করে সামনের দিনগুলোতে দর্শকদের কথা চিন্তা করে মানসম্পন্ন সিনেমা উপহার দেয়ার জন্য দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছেন পরিমনি।

চাইলেই আর যেমন তেমন চরিত্রে অভিনয় করতে পারবেন না পরিমনি। অভিনয় শিল্পী হিসেবে এতটাই সচেতন এবং বিজ্ঞের মতো কথাটা বলেছেন, তা আপনাকেও চমকে দিবে এক নিমিষেই। সামনের দিনগুলোতে কীভাবে ক্যামেরার সামনে দাড়াবেন তা বলেই দিলেন এই অভিনেত্রী। তার ভাষায় “এখন আমার ক্যামেরাকে ক্যামেরা মনে হয় না। ক্যামেরাটাকেই মনে হয় একটা বীগ স্ক্রীন।অনেক লোকজন, অনেক অডিয়েন্স ইভেন আমার ফ্যমিলী মেম্বাররা আমাকে দেখছে। মনে হয় স্ক্রীনের সামনে আমার নানু বসে অাছে, আমার ছোট ভাইটা বসে আছে, সেখানে আমার খালামনি বসে আছে, মনে হয় পুরো পরিবার বসে আমার ছবি দেখছে। ওই জিনিসটা যখন আমার মাথায় চলে আসে, যখন ভাবি, সবাই কিন্তু আমায় দেখতে পায়, হাজার হাজার চোখ আমার দিকে তাকিয়ে আছে, তো সে কারণে এখন কেউ চাইলেও যেই সেই চরিত্রে হাজির হতে পারবো না, যেই সেই শট আর দিতে পারবো না।”

ভক্তদের ভালোবাসার প্রতি অনেক কৃতজ্ঞ এবং ভক্তদের ভালোবাসার কাছে দায়বদ্ধ তিনি। ভবিষ্যতেও দর্শকদের ভালোবাসা আর সমর্থন চেয়ে জোড় অনুরোধ করেছেন সেই অডিও ক্লিপটির শেষ পর্যায়ে। অতীতের সবকিছুর জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নতুন বছর যেনো ভালোভাবে বুঝেশুনে শুরু করতে পারেন, ভক্তদের কাছে সেই দোয়াই চেয়েছেন রগরগে দৃশ্য থেকে হঠাত বদলে যাওয়া এই অভিনয় শিল্পী।

সানবিডি/ঢাকা/রাআ