চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার চালের বাজার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৩ ১৪:০৯:৩২

বর্তমানে বিশ্বের শীর্ষ তিন চাল রফতানিকারক দেশ হচ্ছে ভারত,থাইল্যান্ড, ভিয়েতনাম।এশিয়া ও আফ্রিকার ক্রেতাদের কাছে চালের প্রধান আমদানি উৎস হচ্ছে এই তিন দেশ।মহামারি করোনার প্রভাব পড়েছে তিনটি দেশের চাল রফতানিতে। সর্বশেষ সপ্তাহে ভারত ও থাইল্যান্ডের বাজারে পণ্যটির দাম বেড়েছে। ভারতে চালের দাম ২০১৮ সালের মে মাসের পর সর্বোচ্চে উঠেছে। অন্যদিকে থাইল্যান্ডে গত ডিসেম্বরের তুলনায় ৯ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে চাল। খবর রয়টার্স।
বিশ্বব্যাপী চলমান মহামারির মধ্যে নানামুখী সংকটের ভেতর দিয়ে যাচ্ছে বৈশ্বিক চালের বাজার। একদিকে ক্রমবর্ধমান চাহিদা, অন্যদিকে সরবরাহ সীমিত হয়ে আসা খাদ্যপণ্যটির বাজার ভারসাম্য বিঘ্নিত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সরবরাহ সংকট। পণ্যবাহী কনটেইনার ও কার্গো সংকটের কারণে ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে সমুদ্রপথে চাল রফতানি বিলম্বিত হচ্ছে। এসবের প্রভাব পড়েছে চালের দামে। যে কারণে শীর্ষ রফতানিকারক দেশগুলোতে ক্রমে খাদ্যপণ্যটির দাম বাড়ছে।
বর্তমানে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ হচ্ছে ভারত। চলতি সপ্তাহে দেশটিতে চালের রফতানি মূল্য তিন বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এর প্রধান কারণ দেশটি থেকে এশিয়া ও আফ্রিকার ক্রেতাদের চাল ক্রয়ের প্রবণতা বৃদ্ধি পাওয়া। চলতি সপ্তাহে ভারতে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চাল প্রতি টন ৪০২ থেকে ৪০৮ ডলারে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের সঙ্গে অপরিবর্তনীয় রয়েছে। তবে ভারতে টনপ্রতি চালের এ মূল্য ২০১৮ সালের মে মাসের পর সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













