রোববার থেকে পুরো সময়ে লেনদেন করা যাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপসে। অ্যাপটির উন্নয়নে গত ১১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের শুরু ও শেষে মোট ৪৫ মিনিট এটি বন্ধ রাখা হতো। অ্যাপসটির হালনাগাদ করার জন্য শুরুর প্রথম ১৫ মিনিট ও শেষ ৩০ মিনিট অ্যাপ ব্যবহার বন্ধ রাখা হতো। হালনাগাদ শেষ হওয়ায় এই উদ্যোগ নিয়েছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারের উন্নয়নে ব্যপক উদ্যোগ নেওয়া হয়। ফলে পুঁজিবাজারের প্রতি আস্থা বাড়ে বিনিয়োগকারীদের। সক্রিয় হয় সাইডলাইনে থাকা বিনিয়োগকারীরা। বাড়তে থাকে সূচক ও লেনদেনের পরিমাণ। গত ৫ জানুয়ারি লেনদেনে রেকর্ড করে পুঁজিবাজারে। ওই দিন ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৫৪৬ কোটি টাকা।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী সানবিডিকে বলেন, ওএমএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য অ্যাপসে লেনদেনে কিছুটা সময় কম দেওয়া হয়েছিলো। হালনাগাদ শেষ হওয়ায় ‘রোববার থেকে আগের নিয়মে ডিএসই অ্যাপ ব্যবহার করা যাবে। অ্যাপে রিয়াল টাইম অর্ডারসহ বেশ কিছু বিষয়ে উন্নয়ন করা হয়েছে।’
প্রসঙ্গত,ছুটির দিন ছাড়া পুঁজিবাজারে প্রতিদিন লেনদেন শুরু হয় সকাল ১০টায়, শেষ হয় বেলা আড়াইটায়।
বর্তমানে ডিএসই মোবাইল অ্যাপে যুক্ত আছেন ৪৯ হাজার ১৫১ বিনিয়োগকারী। যদিও পুঁজিবাজারে বর্তমানে বিও (পুঁজিবাজারে লেনদেনের প্রাথমিক নম্বর) হিসাবের সংখ্যা ২৫ লাখের বেশি।
ডিএসই মোবাইল অ্যাপে তিন ধরনের সংস্করণ রয়েছে। এর একটি ব্রোকার হাউজগুলোর জন্য, অন্য দুটি সাধারণ বিনিয়োগকারীদের। যার একটি দিয়ে শেয়ার কেনাবেচা করা যায়। অপরটি দিয়ে শুধু লেনদেনের অবস্থা দেখা যায়।
পুঁজিবাজারের লেনদেন সঠিকভাবে করার জন্য ২০১৪ সালের মার্চ মাসে বিশ্বের সর্বাধুনিক ট্রেডিং প্লাটফর্ম স্থাপনে যুক্তরাষ্ট্রের নাসডাক ওএমএক্স এবং ফ্লেক্স ট্রেড সিস্টেমসের সঙ্গে চুক্তি করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তৎকালীন এমডি স্বপন কুমার বালা। আর নাসডাক ওএমএক্সের পক্ষে এমডি রবার্ট ফ্রটজ এবং ফ্লেক্স ট্রেড সিস্টেমসের পক্ষে প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালক বার্ট্রান্ড রাসাত। চুক্তির ৬ মাসের মধ্যে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। পরে একই বছরের ১১ ডিসেম্বর ফ্লেক্সট্রেড সিস্টেমস নামে নতুন সফটওয়্যার চালু করে ডিএসই।
নাসডাক ওএমএক্স হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি অর্থনৈতিক সেবা প্রদানকারী কোম্পানি। বিশ্বের সর্বাধিক পরিচিত স্টক এক্সচেঞ্জ নাসডাকসহ ইউরোপে ৮টি স্টক এক্সচেঞ্জ পরিচালনা করছে। স্টক এক্সচেঞ্জ পরিচালনার পাশাপাশি কোম্পানিটি স্টক এক্সচেঞ্জসহ অর্থনৈতিক খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযুক্তিগত সেবা প্রদান করছে। নাসডাক ওএমএক্সের ট্রেড প্লাটফর্মকে সর্বাধুনিক বলে মনে করা হয়।
অন্যদিকে ফ্লেক্স ট্রেড সিস্টেমসও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি। শেয়ার এবং অন্যান্য অর্থনৈতিক পণ্য কেনাবেচার অনলাইন বাজার পরিচালনার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার অর্ডার সমন্বয় সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করে থাকে।
পরে বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন সহজ করতে ২০১৬ সালের ৯ মার্চ মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়। গুগল প্লে স্টোরে ‘ডিএসই ইনফো’ নামে এটি পাওয়া যাবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর