আউন্সে ১ হাজার ২০০ ডলার বেড়েছে প্লাটিনামের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৪ ১৪:২৫:৪৫


আউন্সে ১ হাজার ২০০ ডলার বেড়েছে মূল্যবান ধাতু প্লাটিনামের দাম।গত বৃহস্পতিবার তা ১ হাজার ২৭০ ডলার ছুঁয়েছে, যা ছয় বছরের সর্বোচ্চ। খবর হিন্দু বিজনেস অনলাইন।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এ দামি ধাতুর দাম আরো বাড়তে পারে। বিশ্বের বৃহত্তম শোধনাগার জনসন ম্যাথির এক মূল্যায়নে বলা হয়, গত বছর সরবরাহ ঘাটতিতে ছিল প্লাটিনাম। চলতি বছরের জন্য এখনো সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস না থাকলেও ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে।

বাজার অংশীদাররা বলছেন, স্বর্ণের বিপরীতে প্লাটিনামের দাম অবমূল্যায়িত হয়েছে। বাজারে চলমান ঘাটতি বিবেচনায় এর দাম আরো বাড়ানোর সুযোগ রয়েছে।

সানবিডি/এনজে