ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার জেরে ইরানের সঙ্গে সৌদির সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে রিয়াদ। আজ সোমবার রেডিও তেহরান ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শনিবার নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেওয়ার পর সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রচণ্ড বিক্ষোভ হয়।
নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শনিবার দিবাগত রাতেই ইরানে সৌদি আরবের দূতাবাস ও কনস্যুলেট ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা।
ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, ইয়েমেন, পাকিস্তান, ভারতের কাশ্মীরসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। -রেডিও তেহরান, বিবিসি
সানবিডি/ঢাকা/এসএস