গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ
প্রকাশ: ২০১৫-১০-০২ ১৭:০৮:৫৮

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে ফিলিপনগর চাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।মৃতরা হলো-ফিলিপনগর মাঠপাড়া গ্রামের আ: রহমানের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সাহবাজ (১৪) ও একই গ্রামের মৃত মন্টু মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মিনারুল (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহবাজ ও মিনারুল ৪/৫ জন সহপাঠী মিলে ফিলিপনগর চাইপাড়া নামক স্থানে পদ্মা নদীতে গোসল করতে যায়। সাঁতার কম জানায় মিনারুল পানির নিচে তলিয়ে যেতে থাকলে সাহবাজ তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে তারা দুজনই পানির নিচে তলিয়ে যায়।
সহপাঠী রিমন জানায়, দুজনকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তারা চলে আসে। নিখোঁজদের স্বজন ও এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছে। বিকাল ৪টা পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













