দাম বেড়েছে আফ্রিকান চায়ের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৫ ১৪:০৪:১৮

কেনিয়ার মোসাম্বায় চায়ের সাপ্তাহিক নিলামে প্রতিকেজি চা পাতার দাম প্রায় ২ ডলারের কাছাকাছি। নিলামে প্রতি কেজি চা বিক্রি হয়েছে ১ দশমিক ৯৬ ডলারে। আগের সপ্তাহে বিক্রি হয়েছিল ১ দশমিক ৯৩ ডলারে। সর্বশেষ নিলামে এ চাঙ্গা বিক্রির হাত ধরে চলতি বছর ভালো মুনাফার আশা দেখছেন আফ্রিকার চা রফতানিকারকরা। খবর স্টার।
চলতি মৌসুমের ষষ্ঠ নিলামে পাকিস্তান থেকে চাহিদা বেড়েছে। ইস্ট আফ্রিকান টি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএটিটিএ) উপাত্ত অনুসারে কেনিয়ার মোট চা রফতানির ৩৮ শতাংশ হচ্ছে পাকিস্তানে। চলতি বছরের জানুয়ারিতে প্রথম দুই নিলামে কেজিপ্রতি চা বিক্রি হয়েছে ১ দশমিক ৯৪ ডলারে। চলতি সপ্তাহের নিলামে চায়ের জোগান ৭ লাখ ৩৫ হাজার ৯৬৮ কেজি বেশি থাকলেও দাম বেড়েছে। গত সপ্তাহে ১ কোটি ১৬ লাখ কেজির বিপরীতে চলতি সপ্তাহে বাজারে উঠেছে ১ কোটি ২৩ লাখ কেজি চা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













