“গভীর দুঃখ” প্রকাশ, সফর স্থগিত অস্ট্রেলিয়ার

প্রকাশ: ২০১৫-১০-০২ ১৭:১৫:৪৭


sutherland_85348_0সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফর স্থগিতের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটার দিকে ‘গভীর দুঃখ’ প্রকাশ করে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড।

২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা সফর স্থগিত করে। এরপর দেশটি থেকে নিরাপত্তা পরিদর্শক দল ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসে। ওই সময় গুলশানে এক ইতালিয়ান নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

‘ছয় দিনের আলোচনা শেষে আমরা সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এই ছাড়া বিকল্প কোনো উপায়ও আমাদের ছিল না।’ বলেন সাদারল্যান্ড।

সিরিজ স্থগিতের সিদ্ধান্ত আজ জানানো হলেও দুই তিন দিন আগে থেকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ইঙ্গিত দেয়, এই সিরিজ হচ্ছে না। গতকাল স্মিথদের নিজ নিজ দলে ফিরতে নির্দেশ দেয়া হয়। আজ সকালেও বিসিবির পক্ষ থেকে অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পাপন জানান, বিসিবি আশা করছে অজিরা খেলতে আসবে। আমারা তদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত। চার স্তরের নিরাপত্তা দেয়ার আশ্বাসও দেয়া হয়েছি অজিদের।

সিরিজ স্থগিত করলেও এই সিরিজ অস্ট্রেলিয়া পরে খেলবে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও, ‘এই সিরিজ পরবর্তীতে খেলার ব্যাপারে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করব।’

বিসিবি এবং বাংলাদেশ সরকারের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘তাদের সহযোগিতা ছিল অসাধারণ।’

সানবিডি/ঢাকা/রাআ