৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৮ ১৭:৩৩:৪৩

আইপিএলে তিন কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হয়েছে আইপিএল ২১-এর নিলাম কার্যক্রম। সেখানে নিলামের ২ নম্বর সেটে ছিল সাকিবের নাম।
২ কোটি ভিত্তিমূল্যে আইপিএলের নিলামে শুরুর দিকেই সাকিবের নাম ওঠে।
কলকাতা নাইট রাইডার্স প্রথম ডাকেই ২ কোটি ২০ লাখ রুপি হাঁকায় সাকিবের দাম। ২ কোটি ৪০ লাখ হাঁকায় কিংস ইলাভেন পাঞ্জাব। এ দুই ফ্রাঞ্চাইজির মধ্যে বেশি কিছু সময় কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












