২৫.৩৭ শতাংশ চিনি উৎপাদন বেড়েছে ভারতে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২০ ১৪:১০:০২

ভারতে চলতি চিনির মৌসুমে প্রথম চার মাসে (অক্টোবর-জানুয়ারি) আখ কারখানাগুলোর চিনি উৎপাদন ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টন। গত সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেছে ইন্ডিয়ান সুগার মিল অ্যাসোসিয়েশন (আইএসএমএ)। খবর ইকোনমিক টাইমস।
দেশটিতে ২০১৯-২০ মৌসুমের প্রথম চার মাসে চিনি উৎপাদন হয়েছিল ১ কোটি ৪১ লাখ টন। আইএসএমএ বলছে, ২০২০-২১ বিপণন মৌসুমে ভারতের মোট চিনি উৎপাদন ৩ কোটি ২ লাখ টনে দাঁড়াবে। ২০১৯-২০ মৌসুমে যেখানে উৎপাদন হয়েছিল ২ কোটি ৭৪ লাখ ২০ হাজার টন।
চলতি মৌসুমের জানুয়ারি নাগাদ ৪৯১ টি চিনিকল সচল ছিল বলে জানায় আইএসএমএ। এর আগের বছরের একই সময়ে যেখানে চালু ছিল ৪৪৭টি চিনিকল।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













