মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বিশ্বে যে দেশ শিক্ষায় যত উন্নত সে দেশে তত বেশী উন্নয়ন ঘটেছে। নারী শিক্ষার উন্নয়নের জন্য মেয়েদেরকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি প্রদান করা হয়েছে। সরকার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। ফলে দেশে অর্থনৈতিক উন্নয়নের কারণে মধ্যম আয়ের দেশে উপনীত হতে যাচ্ছে।
সোমবার দুপুরে খুলনার ফুলতলা পঠিয়াবান্দা শুল্কা স্মরণীকা বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৃনাল হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনার আঞ্চলিক উপ-পরিচালক টিএম জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও লুলু বিলকিস বানু, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওসি মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, কাজী আশরাফ হোসেন আশু ।
স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক গাজী ফজলুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ প্রফুল্ল চক্রবর্তী, শিক্ষা গবেষণা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, পরিমল কান্তি বিশ্বাস, গাজী আঃ হাই, জাকির হোসেন, রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শাহাদাৎ বিশ্বাস, মোল্যা হেদায়েত হোসেন লিটু, সাহিদা ইসলাম নয়ন, সরদার মনিরুল ইসলাম, শাহাবাজ মোল্যা, প্রবীর হালদার, মাষ্টার বুদ্ধুদেব মন্ডল, রিপন মন্ডল, আকরাম গাজী প্রমুখ।