নয়াপল্টনের সমাবেশে খালেদা থাকবেন তো ?

আপডেট: ২০১৬-০১-০৪ ২১:১০:২৮


khaleda_97369আগামীকাল ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূতিতে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে দলটি এই সমাবেশের ডাক দিয়েছে।

সোমবার রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দলটিকে নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনুমতি দেয়।

এদিকে, সোমবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বসছেন খালেদা জিয়া। সেই বৈঠকে আগামীকালের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে।

সানবিডি/ঢাকা/রাআ