৪ অক্টোবর প্যারিসে আয়োজিত একটি কনসার্টে গাইবেন জেমস। গতকাল রাতে প্যারিসের উদ্দেশ্যে রওনা হন তিনি। তাই জন্মদিনে দেশে থাকা হল না তার।
১৯৬৪ সালে নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার আসল নাম ফারুক মাহফুজ আনাম। পরিবারের সমর্থন না পেয়ে সঙ্গীতের নেশায় ঘর ছেড়ে পালান তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিং এ থেকে গানের চর্চা চালিয়ে যান জেমস। প্রতিষ্ঠা করেন ব্যান্ড দল ‘ফিলিংস’। এ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবেই ক্যারিয়ার এবং খ্যাতির শুরু তার। পরবর্তীতে তিনি ‘নগরবাউল’ নামক ব্যান্ডদল শুরু করেন।
‘সেলাই দিদিমনি’, ‘মীরাবাঈ’, ‘লিখতে পারি না কোন গান’ ইত্যাদি গানগুলো দেশের মানুষের কাছে জীবন্ত কিংবদন্তী করে তুলেছে জেমসকে। ভারতীয় চলচ্চিত্রে গাওয়া তার ‘ভিগি ভিগি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টে ছিল।
সানবিডি/ঢাকা/রাআ