
দেশে মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলা ও দেশব্যাপী ভ্যাকসিন কর্মসূচি সফলভাবে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এছাড়া ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সহায়তার এই আশ্বাস দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।
এ সময় ইমরুল কায়েস বলেন, ‘করোনা মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে এডিবি বাংলাদেশের ভ্যাকসিন কর্মসূচির জন্য এপিভিএক্স ফ্যাসিলিটির আওতায় ৯৪০ মিলিয়ন ডলারের সহায়তা প্রস্তাব নিয়ে আলোচনা করছে।’
সানবিডি/এনজে