রংপুর অঞ্চল মেরিন সেক্টরে যুক্ত হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৩ ২০:১০:১৬


উত্তরাঞ্চলে রংপুরে বাংলাদেশ মেরিন একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মেরিন সেক্টরে যুক্ত হচ্ছে রংপুর অঞ্চল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদ্যোগের পর নৌ বিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। কিন্তু উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী দেশে চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করলেন, তারমধ্যে রংপুরে একটি। রংপুরের উন্নয়নের কথা চিন্তা করে পীরগঞ্জ উপজেলায় মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছেন।

আজ মঙ্গলবার রংপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিগত ১৯৭৫ সালে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকে পরবর্তীতে ক্ষমতায় এসে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। এতে করে বীর উত্তম খেতাবকে অপমান করা হয়েছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করেছের। এজন্য তার বীর উত্তম খেতাবে কেড়ে নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

সানবিডি/এনজে