
বিদায়ী ২০২০ বছরে মহামারি করোনার প্রভাবে বড় ধরনের মন্দার মুখে পড়ে বৈশ্বিক ইস্পাত উৎপাদন।এই সময়ে দেশে দেশে চলা লকডাউনের কারণে ইস্পাত কারখানাগুলোয় শ্রমিক সংকট তৈরি করেছিল। বছরের শেষ ভাগে এসে আন্তর্জাতিক বাজারে আকাশ ছোঁয় ইস্পাত উৎপাদনের অন্যতম কাঁচামাল আকরিক লোহার দাম। এ দুই কারণে ২০২০ সাল শেষে বৈশ্বিক ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় কমে আসে। তবে এমন মন্দা ভাব সাময়িক। চলতি বছর নাগাদ ফের প্রবৃদ্ধিতে ফিরতে পারে বৈশ্বিক ইস্পাত উৎপাদন খাত। শুধু তা-ই নয়, ২০২৫ সাল নাগাদ বিশ্বজুড়ে শিল্প ধাতুটির উৎপাদনে বার্ষিক সর্বোচ্চ ৩২ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলতে পারে। ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ফিচ সলিউশনস ইনকরপোরেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর মাইনিংডটকম ও মার্কেট ওয়াচ।
এ বিষয়ে ফিচ সলিউশনসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে গত বছর বৈশ্বিক ইস্পাত উৎপাদনে দশমিক ১ শতাংশ মন্দা ভাব বজায় ছিল। তবে এ মন্দা ভাব সাময়িক। করোনাকালীন ধাক্কা সামলে চলতি বছরই ঘুরে দাঁড়াতে পারে শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদন। চলতি বছর শেষে বৈশ্বিক ইস্পাত উৎপাদনে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
সানবিডি/এনজে