
মহামারি পরিস্থিতিতে দেশের রফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের দেয়া ঋণ পরিশোধে বাড়তি আরো ছয় মাস সময় পাচ্ছেন শিল্প মালিকরা। তাদেরকে গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়ে এ সময় দেয়া হচ্ছে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর দাবির পরিপ্রেক্ষিতে গ্রেস পিরিয়ডের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সবার আগে রফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এ প্যাকেজের আওতায় নেয়া ঋণের জন্য মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করে দিয়েছিল সরকার। ১ হাজার ৯৯২ পোশাক শিল্পের ৩৫ লাখ শ্রমিক-কর্মচারীকে এ তহবিল থেকে ৪ হাজার ৯৩৫ কোটি ১৯ লাখ টাকা ঋণ দেয়া হয়।
সানবিডি/এনজে