গ্যাস পাইপে আগুন লেগে দগ্ধ ৫

প্রকাশ: ২০১৬-০১-০৫ ১১:০৬:৫৬


nayaranganj_97413নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গ্যাসের পাইপে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা পোস্ট অফিসের পাশে আমিন ডাইংস কারখানায় এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাসেল, ইয়াসিন, জালাল, সাব্বির ও নান্নু।

জানা গেছে, রাতে কারখানায় কাজ করার সময় হঠাৎ গ্যাসের পাইপে আগুন লেগে যায়। এতে পাঁচ শ্রমিক ‍দগ্ধ হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো