বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

হাইটেক পার্কে যুক্তরাষ্ট্রের প্রতি বিনিয়োগের আহবান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২৪ ১৯:৫০:৪৪


বর্তমানে নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার হচ্ছে বাংলাদেশ। এর পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে মহামারি করোনার ক্ষতি কাটিয়ে উঠতে দুই দেশ জনস্বাস্থ্য, জ্বালানি এবং বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে আরও দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন।

আজ বুধবার (২৪ ফেব্র্রুয়ারি) দুই মন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বর্তমানে দ্বিপাক্ষিক সফরে ওয়াশিংটনে রয়েছেন। করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকটি টেলি-কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সম্পর্ক আরও ঘনিষ্ট করতে দুদেশর রাজনৈতিক পর্যায়ের শীর্ষস্থানীয়দের মধ্যে সফর জরুরি, বৈঠকে এমন তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে এন্টনি ব্লিনকেন বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ট অংশীদার।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশের হাইটেক পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য-প্রযুক্তি খাতে (আইসিটি) আরও বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পানি সম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

সানবিডি/এনজে