বিদেশিরা বাংলাদেশে আসতে ভয় পায়

প্রকাশ: ২০১৫-১০-০২ ১৮:১০:৫৭


mahbub pic_85423বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, “সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণ আতঙ্কগ্রস্ত। আজ বিদেশিরা এ দেশে আসতে ভয় পাচ্ছে। তাই জনগণকে এই সন্ত্রাসী সরকারের হাত থেকে রক্ষা করতে হবে।”

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মানবাধিকার পরিষদ আয়োজিত ‘ভাবমূর্তির সংকটে বাংলাদেশ, উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহবুব হোসেন বলেন, “বিচ্ছিন্ন ভাবে বক্তব্য দিয়ে লাভ হবে না। জনগণের আস্থাহীন স্বৈরাচারী এই সরকারের পতন ঘটাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, “প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বর্তমান অবৈধ সরকার যে স্বপ্ন দেখছে তাদের সে স্বপ্ন দীর্ঘস্থায়ী হবে না।”

টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী পদক নিয়েছেন বলেও দাবি করেন খন্দকার মাহবুব।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, সংগঠনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ