কমছে মূল্যবান ধাতু প্লাটিনামের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৫ ১৪:০৯:৫৪


টানা ছয় বছর ধরে সর্বোচ্চ অবস্থানে থাকার পর কমতে শুরু করেছে মূল্যবান ধাতু প্লাটিনামের দাম। পাঁচ সপ্তাহ ধরেই এ দরপতন লক্ষ করা যাচ্ছে। দাম কমতে থাকার ফলেবিনিয়োগকারীরা পিজিএম মার্কেটে বা প্লাটিনামসহ সমজাতের ছয়টি ধাতুতে বিনিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করতে শুরু করেছেন। খবর ব্লুমবার্গ ও রয়টার্স।

বুধবার নিউইয়র্কের বাজারে স্থানীয় সময় বেলা ১১ টা ৪৫ মিনিটে ১ আউন্স প্লাটিনামের স্পটমূল্য ২ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৯ ডলার ৭৩ সেন্ট। একইভাবে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়ায় ২ হাজার ৩৪১ ডলার ৫০ সেন্ট।

তবে এক সপ্তাহ আগেই পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালের সেপ্টেম্বরের পর গত সপ্তাহে সর্বোচ্চ দাম ছিল প্লাটিনামের, যা ছিল আউন্সপ্রতি ১ হাজার ৩০০ ডলার। শিল্প খাতে চাহিদা বেড়ে যাওয়া ও গড়ি শিল্পে প্যালাডিয়ামের চাহিদা ছিল এর দরবৃদ্ধির কারণ।

সানবিডি/এনজে