কাঁচাপাট থেকে কাগজ তৈরির পাল্প উৎপাদনের পরিকল্পনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৫ ১৪:২১:৩৫
দেশে শিল্পে বৈচিত্র্যকরণের মাধ্যমে ‘সোনালী আঁশ’ খ্যাত পাটের সম্ভাবনাকে আরো ভালোভাবে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে বৈঠক করেছেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারপারসন আবুল কাসেম খান।
এই বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে পাট শিল্পের উন্নয়নে স্থানীয় কাঁচাপাট থেকে পাল্প উৎপাদনের প্রস্তাব তুলে ধরেন বিল্ড চেয়ারপারসন। তার এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন বস্ত্র ও পাটমন্ত্রী। একই সঙ্গে তিনি এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, এ শিল্পের সহায়তায় প্রাসঙ্গিক নীতিমালা তৈরিতে আমরা কাজ করব। তার আগে পাট ব্যবসায়ী, বড় কৃষক, স্থানীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীসহ স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ করা প্রয়োজন।
এ সময় তিনি আরো বলেন, পাট খাতকে উৎসাহিত করতে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে যারা উৎপাদন প্রক্রিয়ায় স্থানীয় পাট ব্যবহার করবে তাদের জন্য শুল্ক অব্যাহতির বিষয়ে বিবেচনা করা হবে। পাট রফতানিকারকদের জন্য রপ্তানী উন্নয়ন তহবিল (ইডিএফ) ব্যবহারের সুযোগ তৈরি করা হবে।
সানবিডি/এনজে