২০ জানুয়ারি জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু
প্রকাশ: ২০১৬-০১-০৫ ১১:৫৩:১৩

চলতি দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হতে যাচ্ছে ২০ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
২০১৬ সালের প্রথম অধিবেশন হবে এটি। বছরের প্রথম এই অধিবেশনকে শীতকালীন অধিবেশন হিসেবেও ধরা হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বছরের প্রথম এই অধিবেশনের প্রথমদিনে জাতীয় সংসদে ভাষণ দেবেন। রেওয়াজ অনুযায়ী তার ভাষণের পরপরই প্রথমদিনের অধিবেশন মুলতবি করবেন স্পিকার।
এর পরের কার্যদিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কত ঘণ্টা এই আলোচনা হবে এবং নবম অধিবেশন কতদিন চলবে সেটি নির্ধারণ হবে অধিবেশন শুরুর দিনে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













