বিডি ল্যাম্পস উৎপাদন করবে এলইডি লাইট

প্রকাশ: ২০১৬-০১-০৫ ১২:১৫:৩৩


BDLAMPS-logo-728x387পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের পণ্য সম্ভারে যুক্ত হচ্ছে এলইডি লাইট। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এলইডি লাইট উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর মহাখালিতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরিতে এলইডি লাইট তৈরী করবে কোম্পানিটি। লাইট তৈরীতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সন্নিবেশের মাধ্যমে কোম্পানি এটি তৈরী করবে। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে বাণিজ্যিকভাবে লাইট তৈরী শুরু করতে পারবে বলে আশা করছে কোম্পানিটি।

নতুন এ প্রোডাকশন লাইন তৈরীতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক ঋণের মাধ্যমে এ ব্যয় মেটানো হবে। লাইট তৈরীর ফলে বার্ষিক বিক্রির পরিমাণ ৪ শতাংশ বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো