

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত শিশুদের মৌসুমী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি শিশু একাডেমি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০৬ জানুয়ারি ২০১৬ইং বুধবার সকাল ১০.৩০ টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর ২০১৫ থেকে দেশব্যাপি শিশুদের মৌসুমী প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জেলা ও অঞ্চল (বিভাগীয়) পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে যে সকল দল প্রথম স্থান অর্জন করেছে। সেই সকল দল ০৪ থেকে ০৫ জানুয়ারি ২০১৬ পর্যন্ত জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্য থেকে দলীয় ভাবে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে ৪টি বিষয়ে মোট ৪৮ টি স্বর্ণ ও রৌপ্য পদকসহ সনদপত্র এবং দলগতভাবে প্রত্যেক বিজয়ী দলকে ক্রেস্ট প্রদানকরা হবে।
পদক বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এবং সচিব নাছিমা বেগম এনডিসি উপস্থিত থাকবেন । শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সানবিডি/ঢাকা/এসএস