নারায়ণগঞ্জের টানাবাজারে অস্থির সুতার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৮ ১৪:১২:০৬


ক্রমেই অস্থির হয়ে উঠেছে দেশের সুতার বাজার।বৈশ্বিক বাজারে সুতা তৈরির কাঁচামালের মূল্যবৃদ্ধিতে দেশের বাজারে তৈরি সুতার দাম বেড়েছে কয়েক গুণ। সুতার দাম বৃদ্ধির কারণে তৈরি পোশাক রফতানিকারকরা পড়েছেন বিপাকে। গার্মেন্টস মালিকরা বলছেন, সুতার মূল্যবৃদ্ধিতে অনেক গার্মেন্টস কারখানা নতুন অর্ডার নিতে পারছে না। কারণ সুতার দাম বাড়লেও ক্রেতারা (বায়ার) তাদের নতুন দেয়া অর্ডারের দাম বাড়াচ্ছে না, যে কারণে ফিনিশড গুডস তৈরি করতে তাদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। এসব কারণে অনেক কারখানা বায়ারদের নতুন অর্ডার ফিরিয়ে দিচ্ছেন।

বর্তমানে ৩০, ৩২ ও ৩৪ কাউন্টের রফতানি মানের সুতা বাজারে পাউন্ডপ্রতি বেচাকেনা হচ্ছে ১৩২-১৪০ টাকায়। একই কাউন্টের সুতা এক-দেড় মাস আগেও বেচাকেনা হয়েছিল ১১০-১১২ টাকায়। সে হিসাবে বাজারে এ সুতার দাম পাউন্ডপ্রতি বেড়েছে ২২-২৮ টাকা, যা খুবই অস্বাভাবিক। ৪০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ১৪৫-১৬০ টাকায়, যা ৩০-৩৫ দিন আগেও বেচাকেনা হয়েছিল ১৩৫-১৪৭ টাকায়। সে হিসাবে পাউন্ডপ্রতি ৪০ কাউন্টের সুতা দাম বেড়েছে ১০-১৩ টাকা।

সানবিডি/এনজে