শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
‘শিয়ালের কাছে মুরগী বর্গা দেয়ার মত কোর মানি না’
প্রকাশিত - জানুয়ারী ৫, ২০১৬ ৩:২৯ পিএম

আমরা শিয়ালের কাছে মুরগী বর্গা দেবো না। কারণ, আমাদের দাবি-দাওয়ার বিষয়ে অসহযোগিতা করছেন অামলারা তাদের নিয়েই কোর কমিটি গঠন করা হয়েছে। সুতারং এ কোর আমরা মানি না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ফেডারেশন মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
তিনি জানান, আমরা শিয়ালের কাছে মুরগী বর্গা দেবো না। কারণ, আমাদের দাবি-দাওয়ার বিষয়ে অসহযোগিতা করছেন অামলারা। তাদের নিয়েই কোর কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে মন্ত্রিসভা কমিটির কার্যকারিতা শেষ হয়েছে কিনা এ কথাও বলা হয়নি।
মূখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত কোর কমিটি প্রত্যাখান করেছে বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এই মহাসচিব জানান।
তিনি জানান, কথা ছিল মন্ত্রিসভা কমিটি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেটি আজও হয়নি। আমরা মন্ত্রিসভা কমিটির সঙ্গে বসতে চাই। কারণ, জনগণের কাছে যাদের দায়বদ্ধতা আছে তারাই জনগণের কষ্ট বুঝতে পারবেন।
সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের একটি অংশকে সিনিয়র সচিবের সমান বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে অন্দোলনে আছেন ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি পূরণের লক্ষে তারা ৪ জানুয়ারি থেকে কালো ব্যাজ ধারণ করে ক্লাশ ও পরীক্ষা নিচ্ছেন বলেও জানান তিনি।
তিনি আরো জানান, ৭ জানুয়ারি দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি রয়েছে তাদের। ১০ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির হুমকি দিয়ে রেখেছেন শিক্ষকরা।
শিক্ষকদের কর্মসূচি আমলে নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে কয়েকজন সচিবকে (মন্ত্রিসভা কমিটিতে সদস্য হিসেবে যেসব সচিব রয়েছেন) নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
ওই বৈঠকেই মুখ্য সচিব আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের কোর কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব অাহমেদ। এই কমিটি গঠনের খবর গণমাধ্যমে প্রকাশের পর উষ্মা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
সানবিডি/ঢাকা/এএস/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.