

দেশের শেয়ারবাজারে লেনদেনের পালে কিছুটা হাওয়া লেগেছে। মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবেস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। দিনশেষে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ১৬ লাখ টাকা। এটি গত ১ মাসের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন। এর আগে ৩ ডিসেম্বর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬০৪ কোটি ৪৫ লাখ টাকা।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে মঙ্গলবার একদিনেই লেনদেন বেড়েছে ১৫০ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন বাড়ার এ হার ৩৪.১৬ শতাংশ। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে দুই বছর সময় বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রীর ঘোষণা এবং সাবসিডিয়ারি কোম্পানিতে ইক্যুয়িটি ইনভেস্টম্যান্টকে শেয়ারবাজার এক্সপোজার হিসাবে গণ্য না করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে নতুন বছরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। এ কারণে লেনদেনে কিছুটা গতি ফিরে এসেছে। বাজারের গভীরতা অনুযায়ী ডিএসইতে দৈনিক হাজার কোটি টাকা লেনদেন হওয়া উচিত বলে মনে করেন তারা। তবে গত কয়েক বছর ধরেই লেনদেন ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ঘরেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। গত বছর ১ জুন মাত্র একদিনই ডিএসইতে হাজার কোটি টাকা লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২ কোটি ৩৪ লাখ টাকা।
এদিকে বেশীরভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫.৯৬ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৪৩.৬৯ পয়েন্টে। সোমবার সূচক কমেছিল ৬.২৮ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩২৪টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। দিনশেষে কোম্পানিটির ২৬ কোটি ৪০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের লেনদেন হয়েছে ২১ কোটি ৩০ লাখ ৩১ হাজার টাকা। ১৯ কোটি ১৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- কেডিএস এক্সেসরিজ, এমারল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৫৬.২৩ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৬৪৩.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে সোমবারের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১০ কোটি টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।
সানবিডি/ঢাকা/আহো