যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার আলীপুর নামক স্থানে রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে ভ্যান চালক নূর মোহাম্মাদের (৫০)মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মাথাসহ দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. মহসীন রেজা জানান, উপজেলার বাগদহ গ্রামের সাহেব আলীর ছেলে ভ্যানচালক নূর মোহাম্মাদ চাল আনতে মজুমদার অটো রাইস মিলে যাওয়ার সময় মহানন্দা ট্রেনে কাটা পড়ে। তার ছিন্নবিচ্ছিন্ন লাশ জিআরপি পুলিশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন।
ট্রেন দুর্ঘটনা সম্পর্কে ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী হাবিব শেখ জানান, আলীপুর-মজুমদার সড়কের রেললাইনের ওপর রেলক্রসিং না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।