

দমশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমণ্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাসেল স্কয়ারের সমাবেশটি শুরু হয়। আর বিকাল পৌনে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সমাবেশ শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিউয়ের সভাপতিত্ব করছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এতে উপস্থিত রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাদারণ সম্পাদক মোফাজল হোসেন মায়াসহ কেন্দ্রীয় নেতারা।
অন্যদিকে রাসেল স্কয়ারে সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে আরো উপস্থিত আছেন উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও ছাত্রলীগ সাধারণ সম্পাক জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
সানবিডি/ঢাকা/এসএস