

সরকার দুর্নীতির সুযোগ করতে এবং কারচুপির ভোটে ক্ষমতায় টিকে থাকতেই এককভাবে সংবিধান সংশোধন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেছেন, ‘এই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নেই। তারা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইচ্ছে মতো সংবিধান কাটাছেঁড়া করেছেন। আমরাও করতে পারতাম কিন্তু করিনি কারণ, আমরা দুর্নীতি করি না ‘
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশে এ কথা বলেন তিনি।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় থাকাকালে আমাদেরও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু আমরা সংবিধান সংশোধন করিনি কারণ আমরা দুর্নীতি করি না। আর আওয়ামী লীগ এককভাবে সংবিধান সংশোধন করে কারচুপির মাধ্যমে বিএনপিকে শুধু পরাজিতই করেনি, ক্ষমতায় গিয়ে ইচ্ছে মতো সংবিধান কাটাছেঁড়া করেছে।’
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ জানুয়ারি বিএনপির ভোট বর্জনের মধ্য দিয়ে ‘বিতর্কিত’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটিই প্রথম একই দিনে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ। এর আগে বিএনপি বড় ধরনের কোনো মিছিল সমাবেশ করার অনুমতিও পায়নি। এবার প্রশাসনের পক্ষ থেকে দুই দলকেই সমাবেশ করার অনুমতি দিলেও তা দলীয় কার্যালয়ের সামনে সীমাবদ্ধ রেখে শর্তসাপেক্ষে করার নির্দেশনা দেয়া হয়েছে।