চলতি মৌসুমে দেশের সংকট সামাল দিতে এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি মাস থেকেই বর্তমান ৪০০ মিলিয়ন ঘনফুটের সঙ্গে যোগ হচ্ছে আরও ৩০০ মিলিয়ন ঘনফুট। এরই মধ্যে বাড়তি এই জ্বালানি কেনার অনুমোদন পেয়েছে সংশ্লিষ্ট সরবরাহ কর্তৃপক্ষ।
এ বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন সেচ, গ্রীষ্ম মৌসুম মিলিয়ে এখন থেকে বিদ্যুতের চাহিদা বাড়বে। সে চাহিদা পূরণ করতেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরপিজিসিএলের কর্মকর্তারা জানান, চলতি সেচ ও আসছে গ্রীষ্মকালীন মৌসুম এবং রমজান পরিস্থিতিতে এলএনজি আমদানি বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম।
সানবিডি/এনজে