রাজধানীতে গণপরিবহণের চাহিদা পূরণ ও ক্রমবর্ধমান যানজট নিরসনের প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল মেট্রোরেল লাইনের নির্মাণ কাজ।তবে সময়ের ব্যবধানে কোনো কোনো এলাকায় এখন তা দৃশ্যমান। ২০১৬ সালের ২৬ জুন শুরুর পর বিরামহীন চলমান মেট্রোরেলের কাজ গত বছর বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে কিছুটা বাধাগ্রস্ত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে মহামারির ধাক্কা কাটিয়ে ফের চাঙ্গা হতে শুরু করেছে মেট্রোরেল প্রকল্প। এখন দুই শিফটে রাত-দিন কাজ চলে সেখানে।
দুই শিফটে কাজ চলার কারণ ফের গতি ফিরেছে ‘এমআরটি লাইন-৬’ (উত্তরা থেকে মতিঝিল) প্রকল্পে। এটিই দেশের প্রথম উড়াল মেট্রোরেল রুট। জানুয়ারি পর্যন্ত এ রুটের সার্বিক গড় অগ্রগতি ৫৬ দশমিক ৯৪ শতাংশ। এমআরটি লাইন-৬ এর জন্য মেট্রো ট্রেন সেট আসবে জাপান থেকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ এপ্রিল উত্তরার দিয়াবাড়ি ডিপোতে আসার কথা রয়েছে সেটটির।
সানবিডি/এনজে